আমাদের সাইডে আটিকেল লেখার নিয়ম নীতি জেনে নিন ।

লেখা পোস্ট করার নিয়মনীতি :
learn-more সজ্জিত হতে চায় তার পাঠক- অনুরাগীদের লেখা নিয়েই। আপনার ভাবনা, সৃষ্টিশীলতা, আগ্রহের বিষয়গুলোর গুলোর জন্য লান্ট-মোর একটি উন্মুক্ত মঞ্চ। ইন্টারনেটে লেখালেখি কিংবা কনটেন্ট নিয়ে কাজ করতে আগ্রহীরা, তাদের জন্যও আমাদের দ্বার উন্মুক্ত।


লেখার নিয়মাবলী -
learn-more- এ যে কেউ লিখতে পারেন। লেখা জমা দেয়ার জন্য learn-more এ একটি আইডি করতে হবে। নিজের অ্যাকাউন্টে লগ-ইন করার পর, মাই অ্যাকাউন্ট- এ গিয়ে যুক্ত করুন নিজের প্রোফাইল ছবি। আমাদের প্রতিটি লেখার সাথে লেখকের ছবি প্রকাশ করা হয়। নিজের অ্যাকাউন্টে লগ-ইন করে, স্টোরি/ আর্টিকেল হিসাবে জমা দিতে হবে আপনার সেরা লেখাটি। পূর্বে প্রকাশিত কোনও লেখা, কিংবা কারো অনুকরণ করা লেখা জমা দিলে কোনও ভাবেই গ্রহণ যোগ্য নয়। জীবনের সাথে জড়িত যে কোনও বিষয় নিয়ে লেখা দেয়া যাবে। ইতিহাস- ঐতিহ্য হতে শুরু করে সাহিত্য (গল্প- কবিতা- প্রবন্ধ), লোক ঐতিহ্য, পুথি সাহিত্য ইত্যাদি ছাড়াও হতে পারে আরও নানা ধরনের বিষয়। রুচিশীল ও ভালো লেখা হলে তা অবশ্যই প্রকাশিত হবে।
এছাড়াও কোনও সমস্যা হলে, যোগাযোগ করতে পারেন mdsolaimana36@ gmail.com এই ঠিকানায়। তো, আর দেরি কিসের? তুলে নিন কিবোর্ড আর হয়ে উঠুন learn-more-র একজন । লেখালেখি লেখকের একান্ত নিজস্ব জগত বিধায়, সে ব্যাপারে আমার বা আমাদের সাইড দায়ী নয়। ধন্যবাদ ।

error:
Scroll to Top
Copy link